দিনাজপুরে আরডিআরএস এর উদ্যোগে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে
সাংবাদিকতা বিষয়ক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা
সোমবার দিনাজপুর শহরের বালুবাড়ি পল্লীশ্রী’র মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে ফেডারেশন যুব ফোরাম সদ্যসদের নিয়ে দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালা ২৫জন ফেডারেশন যুব ফরাম সদস্যরা অংশগ্রহণ করেন।
আরডিআরএস বাংলাদেশ এর দিনাজপুর জেলার কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার সুমিত্র কুমার সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রথম আলো পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ মনে করে এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে যুব সমাজ সাংবাদিকতার উপর ধারনা পাবে এবং সাংবাদিকতা পেশায় আসার জন্য উৎসাহিত হবে। তাই ফেডারেশন যুবফোরামের সদস্যরা নিজস্ব উদোগ্যে সাংবাদিকতাকে একদিন পেশা হিসেবে গ্রহণ করতে পারে। একদিকে যেমন নিজেরা স্বনির্ভর হবে অন্যদিকে সমাজের দুর্নীতি, অসহায় নারী পুরুষদের বিষয় লিখে সুন্দর একটি সমাজ উপহার দিতে পারবে। সভাপতির বক্তব্যে সুপারভাইজার সুমিত্র কুমার সরকার বলেন আরডিআরএস বাংলাদেশ
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুব ফোরামের সদস্যদের দক্ষ ও স্বনির্ভর করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। রাষ্টের সকল প্রকার বৈষম্য দূর করতে ফেডারেশন যুব ফোরাম সদস্যরা যথেষ্ট ভূমিকা রাখবে। প্রশিক্ষক প্রথম আলো পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু বলেন সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা। তরুণ তরুণীরা তাদের মেধা এবং মনোনশীলতাকে কাজে লাগিয়ে সাংবাদিকতা করতে পারলে সমাজের প্রকৃত চিত্র ফুটে উঠবে।