জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক দিতে কোন আইনগত বাধা নেই। বিষয়টি নিয়ে আমরা আইনবিদ দের সঙ্গে কথা বলেছি। নির্বাচন কমিশন কাউকে খুশী করার জন্য এ সিদ্বান্ত দিচ্ছেন। নির্বাচন কমিশন আমাদের দেখাক কোন আইনে শাপলা প্রতীক এনসিপিকে দেয়া যাবেনা।
তিনি বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে, নির্বাচন কমিশন যদি আমাদের সঙ্গে অন্যায় করে তা হলে এনসিপি রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন, জুলাই সনদে এনসিপি এবং ৪টি রাজনৈতিক দল স্বাক্ষর করেনি এটা জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রভাব পড়বে না এ প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, সাধারন মানুষ ঠিক করবে প্রভাব পড়বে কি পড়বে না। জুলাই অভ্যুথানের আগে রাজনৈতিক দলগুলো হাহাকার করতো। কর্মসুচি দিয়ে রাস্তায় দাঁড়ানোর কোন লোক ছিল না। বড় বড় রাজনৈতিক দলের অফিসগুলোতে ১০জন কর্মী ছিল। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলে সারজিস আলম বলেন জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। নামকায়াস্তে জুলাই সনদ একটা কাগজ চান, সেটা জনগন মেনে নিবে না।
রবিবার দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের এসব কথা বলেন।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রধান সমন্বয়কারী ফয়সল করিম সোহেব। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহŸায়ক ও বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক ড, আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাঃ আব্দুর আহাদ। সমন্বয় সভায় দিনাজপুরের ১৩ উপজেলা থেকে এনসিপি নেতা কর্মীরা অংশ নেন।