দিনাজপুরে ঐতিহ্যবাহী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান
অরবিন্দ শিশু হাসপাতালে ভবনের
৭তলার ছাদ ঢালাই সম্পন্ন
বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান তথা উত্তরবঙ্গের একমাত্র আধুনিক হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের ৭ তলা ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।
ছাদ ঢালাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, রণজিৎ কুমার সিংহ, সাধারন সম্পাদক মোঃ শামীম কবির, কোষাধ্যক্ষ প্রেম নাথ রায়, সমাজকল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, শিক্ষা তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম ঘুটু, কাশী কুমার দাস ঝন্টু ও বিধান চক্রবর্তী বাসু। ঢালাই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে সাধারন সম্পাদক মোঃ শামীম কবির বলেন, আমরা রোগীদের বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভবন বৃদ্ধির পরিকল্পনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবার আমরা ৭ তলা ভবনের ছাদ ঢালাই কাজ সম্পন্ন করেছি। অরবিন্দ শিশু হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ, অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে সরকারি এবং বেসরকারি ও সমাজের বৃত্তশালী ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। এসময় হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
















