জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা’র আয়োজনে ও জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়া অফিস এর সার্বিক সহযোগিতায় দিন ব্যাপী ‘‘ফাইন্যান্সিয়াল লিটারেসি’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
শনিবার (২৩ অক্টোবর-২০২৫) ব্র্যাক লার্নিং সেন্টারে জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা’র আয়োজনে ও জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়া অফিস এর সার্বিক সহযোগিতায় দিন ব্যাপী ‘‘ফাইন্যান্সিয়াল লিটারেসি’’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান আর্থিক স্বাক্ষরতা বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, আর্থিক স্বাক্ষরতা সম্প্রসারিত হলে টেকসই হবে অর্থনীতি ব্যবস্থা। আর্থিক স্বাক্ষরতা ব্যক্তিগত ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। আমাদের সমাজে অনেক ব্যক্তির এখনো আর্থিক জ্ঞানের অভাব আছে, আর্থিক স্বাক্ষরতার উন্নতি গ্রামীণ জনগোষ্ঠী মানুষের জীবনে অর্থনৈতিক উন্নতি আনতে পারে। তিনি বলেন, আর্থিক স্বাক্ষরতা হলো বাজেট, সঞ্চয়, বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক বিষয় সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা।
জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়া অফিসের ডিজিএম ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের আইসিটি ডিভিশনের মহা ব্যবস্থাপক মোহাম্মদ আনিস ও জনতা ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরী।
জনতা ব্যাংক পিএলসি’র আয়োজনে কর্মশালায় গ্রামীণ জনগোষ্ঠীর প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিক, নারী-পুরুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ৪০ জন মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়া অফিসসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


















