জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৭ দফা দাবি বাস্তবায়নে ২৭ অক্টোবর ২০২৫ সোমবার বিকেলে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা জাগপার উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন জাগপা’র কেন্দ্রীয় সহ-সভাপতি মাহাবুব আলম ননী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল প্রধান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, জেলা জাগপার সহ-সভাপতি বাপ্পি চৌধুরী, জেলা যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ওয়াসির রহমান রাফি, জেলা মহিলা জাগপা সভাপতি রেনু বেগম প্রমুখ। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বাহাদুর বাজার হয়ে, লিলির মোড়, স্টেশন রোড হয়ে পুনরায় বাহাদুর মোড়ে মিলিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে বিক্ষোভের অন্যান্য কার্যক্রম সমাপ্ত করা হয়।

















