বুধবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিশু একাডেমির হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন, জেলা ভেটেনারি অফিসার ডাঃ আশিকা আকবর তৃষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ,দিনাজপুর কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মাগফেরাতু ন্নেছা উর্মি, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের প্রোগ্রাম (উন্নয়ন) অফিসার সুবাস কুজুর।
অনুষ্ঠানে ডে-কেয়ার সেন্টারের অফিসার রেজভিন শারমিন ইসলাম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী শ্রী’ দিনাজপুরের প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক, উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থা দিনাজপুরের সভাপতি বাবু সুসান্ত কুমার দাস।
দিবসটি উপলক্ষ্যে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়াও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের আওতায় শিশুশ্রম প্রতিরোধে এবং তাদের স্কুলমুখী করার লক্ষ্যে কিছু শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
ফুলবাড়ী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল এর সভপিতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসহাক আলী বলেন, “কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। একটি কন্যাশিশু সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবার ও সমাজ দুটোই আলোকিত হয়।”
সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল বলেন, “আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের বিকাশ ও আত্মপ্রত্যয়ের জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।” আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে কন্যাশিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃআমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ী, দেশের কল্যানে কাজ করি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে কিছু সংখ্যাক কিশোরীরা অংশ নেয়।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড মিশন প্রেয়ারলীগ (ল্যাম্ব-হাসপাতাল) এর ল্যাম্ব -সাপোর্টিভ এডলোসেন্ট এন্ড ইয়ুর্থ প্রকল্পের ফিল্ড কো-অডিনেটর মোঃ মেহের আলী, এক্টিভিটিং ভিলেজ কোর্ট প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হাদি, ল্যাম্ব এর ফিল্ড কো-অডিনেটর নির্মা রানী রায়, শিশুদের মধ্য বক্তব্য রাখেন, তাজরিন, আবসারা, জান্নাতি ও সৃষ্টি। সভায় বক্তারা বলেন কন্যা শিশুদের শিক্ষা, যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার রক্ষায় সরকারী ও বেসরকারী সংস্থা মিলে এক সাথে কাজ করতে হবে।