বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, বিগত ১৫বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভোটের নামে প্রহসন করেছে। তিনি বলেন, আমাদের কাছে আগামী সংসদ নির্বাচন অতিতের যে কোন নির্বাচনের চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোন বিকল্প নেই। বর্তমানে পিআর পদ্ধতির যে গণদাবি সৃষ্টি হয়েছে, সেই গণদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে এই দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান। পাশাপাশি তিনি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেয়ারও দাবি জানান তিনি।
শনিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় ইকবাল স্কুল মিলনায়তনে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মমতাজ উদ্দিন আরো বলেন, জামায়াত পিআর পদ্ধতির দাবিতে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তার পরও যদি সরকার পিআর পদ্ধতি দাবি না মানে, তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।
দিনাজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মেহরাব আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমির ও দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান।
কর্মশালায় দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনসহ অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।