দিনাজপুরে টিসিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে ১২ অক্টোবর রোববার সকাল দশটায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে স্কুলের তিনজন ছাত্রকে টিসিভি টিকা প্রয়োগের মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নাজমুল হুদা, পরিচালক দেওয়ান মোরশেদ কামাল, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, ইফাদির উপ পরিচালক মোঃ মতিউর রহমান, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান,দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃ শ্যামলী সাহা, কোতোয়ালি থানার ওসি তদন্ত মোঃ মনিরুজ্জামান, দিনাজপুর পৌরসভার ইপিআই সুপারভাইজার মমরেজ সুলতানা, ভ্যাকসিনেটর মাফরুজা বেগম প্রমুখ।
বীরগঞ্জ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আফরোজ সুলতানা উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
৯মাস থেকে ১৫বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ টিকা প্রদানের লক্ষ্যে পৌর শহরের ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এবং ডেলাইট স্কুলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিলয় দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শাহজিদা হকসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
উপজেলায় মোট ৯৯হাজার ২শত ৪৫জন শিশুকে একডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এদের মধ্যে স্কুল পর্যায়ে ৬৭হাজার ৩শত ১৯জন এবং কমিউনিটি পর্যায়ে ৩১হাজার ৯শত ২৬জন শিশুকে এই টিকা প্রদান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে।
কাহারোল
কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কমসূচীর উদ্ধোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর হলরুমে মাসব্যাপী টিকাদান কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান। উদ্ধোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এম,কে জিন্নাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন) ডা. মোঃ মামুন অর রশিদসহ সংশ্লিষ্ঠ স্বাস্থ্য কমপ্রেক্স’র মিড ইপি আই বিভাগের কর্মকর্তাবৃন্দ। উদ্ধোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান স্থানীয় সংবাদকর্মীদের জানান, অত্র উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্যদেরকে মাস ব্যাপী টাইফয়েড টিকা প্রদান করা হয় এবং স্কুল-মাদ্রাসা সমূহে ২৮৩টি কেন্দ্র ও কমিউনিটি লেভেলে ১৪৪ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই উপজেলায় সর্বমোট ৪৮ হাজার ৫ শত ৬৫ জনের টার্গেট থাকলেও এর মধ্যে ৪৮ হাজার ৫ শত ৩৪ জনকে টিকা প্রদান করা হবে।