বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের বোর্ড হাট ও খানপুর বাজারে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচি।
এসময় এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা জেলা বিএনপি’র প্রচার সম্পাদ বাবু চৌধুরী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে খানপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির রাজপথের সৈনিক বক্তিয়ার আহমেদ কচি। তিনি বলেন, আগামী নির্বাচনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করছি। আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিকে জয়ী করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহŸান জানান তিনি।