Saturday , 18 October 2025 | [bangla_date]

দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলা ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর, হরিরামপুর, বুড়িরহাট রানীগঞ্জ, ঝানঝিরা বাজার এবং ইউনিয়নের বিভিন্ন জায়গায় শতশত ব্যাটারি চালিত ইজিবাই নিয়ে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা জেলা বিএনপি’র প্রচার সম্পাদ বাবু চৌধুরী পৌর বিএনপি’ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল,সদর উপজেলা ৩ নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল,সাধারণ সম্পাদক মমিনুল,১নং চেহেল গাজী ইউনিয়ন বিএনপির সভাপতি আমির আলী,সাধারণ সম্পাদক তাজিমুল ইসলামসহ জেলা বিএনপি কোতোয়ালি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী দশটি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে রানীগঞ্জ বাজারে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির রাজপথের সৈনিক বক্তিয়ার আহমেদ কচি।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় দিনাজপুরে উল্লেখযোগ্য তেমন কোন উন্নয়ন হয়নি। বিএনপির নেতাকর্মীরা অনেকেই বাড়ি ছাড়া হয়েছিল। অনেকেই মিথ্যা মামলায় জেল হাজতে ছিল। সেই কঠিন সময়ে দলের প্রয়োজনে আমি রাজ পথে ছিলাম।
আগামী নির্বাচনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করছি। আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিকে জয়ী করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহŸান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও