দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষাই একমাত্র শক্তি যা অন্যায়-অত্যাচারকে দুর করতে পারে। শিক্ষাই হচ্ছে মনের চোখ, সে জন্য শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আসুন নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি।
৫ অক্টোবর রোববার দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এন শাহজাহান সিদ্দিক।
উক্ত অনুষ্ঠানে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকের ভূমিকা”- শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, মাইনুল হাসান মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুরের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ নুরুল ইসলাম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ প্রমুখ।
আলোচকরা বলেন, বর্তমানে জীবনমুখী শিক্ষা ব্যবস্থাই এখন প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান পিপাসা তৈরী করাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ বলেন, মানসম্মত শিক্ষাই জাতির উন্নতির প্রধান মাধ্যম। অতিরিক্ত জনসংখ্যার কারণে দক্ষ মানবসম্পদি দেশের একমাত্র অবলম্বন। বাংলাদেশে রয়েছে আয়তনের তুলনায় বিশাল জনসংখ্যা যা কেবল মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করলেই বিশ্ব বাজারে সমাদৃত হবে।
আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ফারহানা কুইন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকরিনা বেগমসহ দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এর আগে সকাল ১০টায় জিলা স্কুল থেকে “সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষাদানের পুনর্গঠন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ও জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষকতা পেশা; মিলিত প্রচেষ্টায় দীপ্তি স্লোগানে নানা আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সরকারের সভাপতিত্বে ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনিছুর রহমান, খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান, জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ নিপুণ, খানসামা দ্বিমুখী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, , শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেরিনা চৌধুরী, খানসামা বিএম কলেজের অধ্যক্ষ আ স ম গোলম কিবরিয়া জেহাদ, উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক আবু হায়াৎ মোহাম্মদ নূর, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আবু রায়হানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী, অধ্যক্ষ মো. আব্দুস সালাম নূরী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আলী সোহেল মিলকী, প্রধান শিক্ষক আলহাজ্ব মো. শামসুল আলম মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। সভায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদ্য বিষয নিয়ে দিনাজপুরের ঘোডাঘাটে র্যালী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ,ঘোডাঘাট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মো.মন্জুরুল ইসলাম,ঘোডাঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান সাকিল, ডুগডুগিহাট কলেজের অধ্যক্ষ এহসানুল হক পলাশ প্রমূখ। অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকাসহ অনেকে উপস্থিত ছিলেন।