জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে
দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে
সদর উপজেলা চ্যাম্পিয়ন, পার্বতীপুর রানার্সআপ
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও খেলোয়াড়দের মধ্যে খেলাধুলার মনোভাব জাগিয়ে তুলতে দিনাজপুরে দুই দিনব্যাপী “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫” শেষ হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা দল।
মঙ্গলবার বিকেলে জেলার ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দানে এ টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় পার্বতীপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা।
দিনাজপুর জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। টুর্নামেন্টে জেলার সদর, বোচাগঞ্জ, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা অংশ নেয়।
চুড়ান্ত খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মো. রাকিবুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, জুলাই আন্দোলনে শহীদ সুমন পাটোয়ারীর পিতা ওমর ফারুকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খেলা পরিচালনা করেন রেফারি মাজেদুর রহমান, সোহেল রানা ও আহসান হাবীব। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন খায়রুল আমীন।
এর আগে উদ্বোধনী দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ফুলবাড়ী উপজেলা ও পার্বতীপুর উপজেলা দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় পার্বতীপুর উপজেলা। দ্বিতীয় খেলায় প্রতিদ্ব›িদ্বতা করে সদর উপজেলা ও বোচাগঞ্জ উপজেলা। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় সদর উপজেলা দল।

















