দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ীর এক পুরনো ঘরের মাটির নিচ থেকে একটি বিশাল আকৃতির পুরনো কড়াই উদ্ধার হয়েছে। এলাকাবাসীর ধারণা, কড়াইটি রাজাদের আমলে রান্নাবান্না বা বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হতো।
স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ীর পুরনো একটি ঘরে সংস্কার কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে ধাতব কিছু দেখতে পান। পরে মাটি সরিয়ে দেখা যায়, সেটি একটি বড় আকারের কড়াই।
ইতিহাস গবেষকরা বলছেন, দিনাজপুর রাজবাড়ী একসময় রাজকীয় ঐতিহ্যের অন্যতম কেন্দ্র ছিল। তাই কড়াইটি রাজপরিবারের ব্যবহৃত কোনো ঐতিহাসিক নিদর্শন হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে কড়াইটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।