দিনাজপুরে লাইসেন্সবিহীন অবৈধ বেকারি বন্ধকরণ বিষযক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকল সরকারি লাইসেন্স সর্বনিম্ন ফি দিয়ে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে লাইসেন্স প্রাপ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল ৩টায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি (সিআইপি) মোঃ জালাল উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবি’র ফুড প্রসেসিং প্রিজারভেশন বিভাগের প্রফেসর ড. মারুফ আহমেদ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস সিনিযর সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মোঃ আখতারুজ্জামান জুয়েল, উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী সেকেন্দার আলী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ের খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ বোরহান উদ্দিন।
দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতি ও রংপুর বিভাগীয় বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও জেলা বেকারি মালিক সমিতি ও রংপুর বিভাগীয় বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখের সঞ্চালনায় আলোচনা সভায অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন প্রমূখ।
আলোচনা সভায় নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, লাইসেন্সবিহীন অবৈধ বেকারি বন্ধ করার উদ্যোগ নেয়া হবে। বেকারিতে ঢাকনা যুক্ত ডাস্টবিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদন করতে বেকারি মালিকদের প্রতি আহবান জানান উপস্থিত আলোচকবৃন্দ।