Saturday , 18 October 2025 | [bangla_date]

দিনাজপুরে স্কুলগামী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব খাদ্য দিবস পালিত

দিনাজপুর পৌরসভায় “ঐধহফ রহ ঐধহফ, ভড়ৎ নবঃঃবৎ ভড়ড়ফং ধহফ নবঃঃবৎ ভঁঃঁৎব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২১ সাল থেকে নাইস প্রকল্প দিনাজপুর পৌরসভার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও সরবরাহ নিশ্চিত করতে কাজ করে আসছে। শহরবাসীর মাঝে খাদ্য সচেতনতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করে কমিউনিটি পর্যায়ে তা ছড়িয়ে দেওয়ার জন্য প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দিনাজপুর পৌরসভার অন্তর্গত ১১টি স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাইস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জ্জী। দিবসের উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ সোহেল আহমেদ।
অনুষ্ঠানে সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইস প্রকল্পের দিনাজপুর পৌরসভার ফোকাল পার্সন মিজানুর রহমান সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ-আল মামুন।
নভারা হাই স্কুলের নিউট্রিশন ক্লাবের সাধারণ সম্পাদক ভূমিকা রায় বলেন,পুষ্টি বাগান ও ক্লাবে আমরা পুষ্টিকর খাবার তৈরি ও উৎপাদন সম্পর্কে শিখছি এবং অন্যদেরকেও এগুলো শিখাচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি”। মোহাম্মদ আলী ও ফয়জুন্নেসা মেমোরিয়াল হাই স্কুলের মেন্টর শিক্ষক তার ব্যক্তব্যে বলেন, নাইস প্রকল্পের ফলে শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ছে। স্কুল ক্যান্টিনে এখন পুষ্টিকর খাবারকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা সেগুলো গ্রহণ করছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টিকর রেসিপি ও সেরা ক্যান্টিন ব্যবস্থাপনায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাইস প্রজেক্ট দিনাজপুরের প্রজেক্ট অফিসার মোঃ ইসমাইল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৭৫রে বঙ্গবন্ধুকে হত্যার পর মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্ঠা করা হয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

স্কুলের দৃষ্টিনন্দন বাগান থাকলেও নেই কাঙ্খিত শিক্ষার্থী

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়মিত স্কুল মুখি করতে পথশিশু কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা

বোদায় তারেক রহমানের পক্ষ থেকে ১ হাজার শীতার্তর মাঝে কম্বল বিতরণ

হরিপুরে ইউপি সদস্যেদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।। বিস্তারিত জানতে টাচ্ করুন

বৎসরে ১২’শ কোটি টাকার সম্ভাব্যময় আয় নিয়ে দিনাজপুরে মধু উৎসব শুরু

ঘোড়াঘাটে এশিয়ান টিভির বর্ষপূর্তি পালিত

শীতের কম্বল বিতরণ হচ্ছে গ্রীস্মে !

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-১

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত