Saturday , 18 October 2025 | [bangla_date]

দিনাজপুরে স্কুলগামী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব খাদ্য দিবস পালিত

দিনাজপুর পৌরসভায় “ঐধহফ রহ ঐধহফ, ভড়ৎ নবঃঃবৎ ভড়ড়ফং ধহফ নবঃঃবৎ ভঁঃঁৎব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২১ সাল থেকে নাইস প্রকল্প দিনাজপুর পৌরসভার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও সরবরাহ নিশ্চিত করতে কাজ করে আসছে। শহরবাসীর মাঝে খাদ্য সচেতনতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করে কমিউনিটি পর্যায়ে তা ছড়িয়ে দেওয়ার জন্য প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দিনাজপুর পৌরসভার অন্তর্গত ১১টি স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাইস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জ্জী। দিবসের উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ সোহেল আহমেদ।
অনুষ্ঠানে সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইস প্রকল্পের দিনাজপুর পৌরসভার ফোকাল পার্সন মিজানুর রহমান সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ-আল মামুন।
নভারা হাই স্কুলের নিউট্রিশন ক্লাবের সাধারণ সম্পাদক ভূমিকা রায় বলেন,পুষ্টি বাগান ও ক্লাবে আমরা পুষ্টিকর খাবার তৈরি ও উৎপাদন সম্পর্কে শিখছি এবং অন্যদেরকেও এগুলো শিখাচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি”। মোহাম্মদ আলী ও ফয়জুন্নেসা মেমোরিয়াল হাই স্কুলের মেন্টর শিক্ষক তার ব্যক্তব্যে বলেন, নাইস প্রকল্পের ফলে শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ছে। স্কুল ক্যান্টিনে এখন পুষ্টিকর খাবারকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা সেগুলো গ্রহণ করছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টিকর রেসিপি ও সেরা ক্যান্টিন ব্যবস্থাপনায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাইস প্রজেক্ট দিনাজপুরের প্রজেক্ট অফিসার মোঃ ইসমাইল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সংগঠন বহির্ভুত কাজ করে দলের ভাবমুর্তি নষ্ট করার অভিযোগে যুবলীগ নেতা বহিস্কার

যুক্তরাজ্যের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

দিনাজপুরে ৩ শতাধিক  মৌ চাষীদের নিয়ে উত্তরবঙ্গ মৌ চাষী সমিতির প্রতিনিধি সম্মেলন

দিনাজপুরে ৩ শতাধিক মৌ চাষীদের নিয়ে উত্তরবঙ্গ মৌ চাষী সমিতির প্রতিনিধি সম্মেলন

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগের নব নির্বাচিত কমিটির মতবিনিময় সভা

রাণীশংকৈলে রসুন চাষে আগ্রহ হারাছেন কৃষকেরা!

মহিলা পরিষদের উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে কৃষকের দেড় বিঘা জমির ফুলকপি কেটে দিলো দুর্বৃত্তরা

দিনাজপুরে নারী চিকিৎসকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

সেতাবগঞ্জ চিনিকলে আমরা চিনি পরিবারের পক্ষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান