দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক ও সদর আসনের মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আহমেদ কচি এর উদ্যোগে পৌরসভার ১২টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণে হয়ে গেল মিলন মেলা।
শনিবার দিনব্যাপী শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে সদর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে মিলন মেলাটি অনুষ্ঠিত হয়। এর আগের দিন শুক্রবার বাদ জুম্মা একই সেন্টারে পৌরসভার ১২টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে মিলন মেলার আয়োজন করেন জনপ্রিয় নেতা বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের আহŸায়ক মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ পৌরসভার ১২টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ জেলা, পৌর ও কোতয়ালী বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
মিলন মেলায় দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধিসহ মরহুম শহীদ জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থ্যতা, দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকল নেতাকর্মী।


















