Thursday , 9 October 2025 | [bangla_date]

দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন পেল

দীর্ঘ পাঁচ বছর কার্যক্রম চালানোর পর অবশেষে দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা রেজিস্ট্রেশন (নিবন্ধন) পেল। দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন পত্র সংগঠনের নেতৃবৃন্দকে হস্তান্তর করেন। শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় এ প্রতিষ্ঠান (যার নিবন্ধন নং-দিনাজপুর/২৫৯৮/২০২৫)।
এ সময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, সহকারি পরিচালক রোকনুজ্জামান, রক্তদান সমাজকল্যান সংস্থার উপদেষ্টা শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সংস্থার আরিফ মুন, হাসিব ইমন, রাজু আকাশ, জান্নাতুল ফেরদৌস মাহিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রক্তদান কল্যাণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম জানান, বিগত ২০২০ সালে ২২ ডিসেম্বর এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। রক্তদাতা সদস্যসহ সদস্য সংখ্যা প্রায় ২০ হাজার। ইতিমধ্যে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় অসুস্থ রোগীদের চাহিদা মোতাবেক বিনামূল্যে রক্ত প্রদান করে আসছে। গত ৫/০৯/২০২৫তিন তারিখে রেজিস্ট্রেশন হয়েছে। ফলে আমাদের সংগঠনের রক্তদান কর্মসূচির গতি আরো বৃদ্ধি পেল।
এ ছাড়াও এই সংগঠনটি শুধু রক্তদাতা হিসেবে পরিচিত নয়, মানবতার সংগঠন হিসেবে পরিচিত লাভ পেয়েছেন। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অসহায় ও দরিদ্রদের মাঝে সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান, শীতবস্ত্র বিতরন, করোনাকালীন করোনা প্রতিরোধে বিভিন্ন মাস্ক, ঔষুধ বিতরন, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন, অসুস্থ্যদের সহায়তা করা, দরিদ্রদের বাড়ী করে দেয়াসহ বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছে এ সংগঠনটি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন !

বোদায় বিদ্যালয়ের মেরামত কাজের ঠিকাদারী না পেয়ে ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক প্রধান শিক্ষককে চপেটাঘাত

বোদায় বিদ্যালয়ের মেরামত কাজের ঠিকাদারী না পেয়ে ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক প্রধান শিক্ষককে চপেটাঘাত

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে অর্থ বিতরণ

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাহারোলে জাতীয় যুবদিবস পালিত

চলমান আন্দোলন বাস্তবায়ন না করায় রাণীশংকৈলে বিএনপি সভাপতিকে অব্যহতি

বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আমগাছ ‘এশিয়ার সবচেয়ে বড়’ আমগাছ হিসেবেও ধরা হয় এটিকে

দিনাজপুরে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা