দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) ও দিনাজপুর সদর আসনের বিএনপি’র মনোনযন প্রত্যাশী বখতিযার আহমেদ কচি দিনাজপুর পৌরসভার ৬ নম্বর ওযার্ডের রাজবাড়ী এলাকায গণসংযোগ করেছেন।
বুধবার বাদ মাগরিব পৌরসভার রাজবাড়ী এলাকায় গণসংযোগ করেন। পরে এক পথসভায় বক্তব্য রাখেন বখতিয়ার আহমেদ কচি।
৬নম্বর ওয়ার্ড এনপির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বখতিযার আহমেদ কচি।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ প্রচার সম্পাদক শরীফ জাকির হীরা, সহ-দপ্তর সম্পাদক আনোযার হোসেন খোকন, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মুজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান প্লাবন, পৌর বিএনপির ত্রাণ বিষযক সম্পাদক নাজিমুল হক লিটনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।