Thursday , 30 October 2025 | [bangla_date]

দীপশিখা’র উদ্যোগে প্রতিবন্ধীতা ও কুষ্ঠরোগ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সহযোগিতায় অংশিদারী সংস্থা দীপশিখা’র সার্বিক বাস্তবায়নে “মিনিংফুল ইয়ুথ পার্টিসিপেশন ফর দ্যা চিলড্রেন এন্ড ইয়ুথস ইউথ ডিসএ্যাবিলিটি/এফেক্টড বাই লেপ্রসী” প্রকল্পের আওতায় প্রতিবন্ধীতা ও কুষ্ঠ রোগ বিষয়ক সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরএমও ডাঃ শুভ রায়, কনসালটেন্ট মেডিসিন ডাঃ মোহাম্মদ মামুন অর রশিদ, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ দেবব্রত রায় সহ অন্যান্য চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং দীপশিখা’র সিবিআর মোঃ শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায় বলেন, সামাজিক উন্নয়নে প্রতিবন্ধী ও কুষ্ঠরোগে আক্রান্ত যুব সমাজকে সক্ষমতায়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সকল সেবা প্রতিষ্ঠানের সাথে একটি অটুট বন্ধন গড়ে তোলা যেখানে তাদের প্রবেশগম্যতা ও একীভ‚তকরণ নিশ্চিত হবে। প্রধান অতিথি ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, কাহারোল উপজেলায় প্রতিবন্ধী ও কুষ্ঠ রোগে আক্রান্ত শিশু, যুবদের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে ইতিমধ্যে দীপশিখা সংস্থা তাদের এই প্রকল্পের মাধ্যমে প্রতিরোধে এবং সচেতনতায় যথেষ্ঠ ভ‚মিকা রেখে যাচ্ছে। তারা যুব সমাজকে দক্ষ করে তাদের মাধ্যমে মাত্র ৪টি এলাকায় ক্যাম্প করে নতুন ৮টি কুষ্ঠ রোগী সনাক্ত করেছে। এই উপজেলার অসংখ্য প্রতিবন্ধী মানুষরা তাদের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে বলে আমার বিশ্বাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও