পঞ্চগড় প্রতিনিধি
অন্তর্বতিকালীন সরকার ১৫% বাড়ি ভাড়ার দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করায় পঞ্চগড়ে অভিনন্দন ও আনন্দ মিছিল করেছে এমপিওভ‚ক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয়করণ প্রত্যাশী জোট ও বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে ওই মিছিল অনুষ্ঠিত হয়। জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ধরে আনন্দ মিছিলটি আবারও চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পঞ্চগড় জেলা সমন্বয়ক ও কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক কায়েদ-ই-আজম, পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক সমিতির সদস্য সচিব ও পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, ঘাগড়া দ্বারিকামারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন, উত্তর দর্জিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক রবিউল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ঢাকাসহ সারাদেশে এমপিওভ‚ক্ত শিক্ষকদের লাগাতার আন্দোলনের কারণে সরকার শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। এমপিওভ‚ক্ত শিক্ষকদের এতবড় আন্দোলন আর কখনও হয়নি। তারা শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের অভিননন্দন জানান। সেই সাথে এই আন্দোলনের কারিগর অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজিকে ধন্যবাদ জানান। যার নেতৃত্বে এই আন্দোলন সফলতার মূখ দেখেছে। #