বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মসজিদে ইস্কন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেওয়ায় এক ইমামকে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, গত শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের খুৎবা চলাকালীন বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাদী আন্তঃধর্মীয় সংগঠন ইস্কন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) সম্পর্কে সতর্কতামূলক বক্তব্য দেন। ওই বক্তব্য চলাকালীন সময়ে বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু অকথ্য ভাষায় ইমামকে গালিগালাজ করেন। নামাজ শেষে ইমাম রুহুল আমিন বাড়ি ফেরার পথে আবুল কালাম আজাদ আবুর ভাই আমানুল্লাহ আমান আবারো প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা অভিযুক্ত দুজনকে দ্রুত গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের ধর্মীয় নেতা হিসেবে মাওলানা রুহুল আমিন তার নিজস্ব বিচার-বিবেচনা অনুযায়ী ধর্মীয় বক্তব্য দেওয়ার অধিকার রাখেন। তার বক্তব্যের বিরুদ্ধে গিয়ে হুমকি ও ভীতি প্রদর্শন মোটেও গ্রহণযোগ্য নয়। তারা দেশের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা ও বাকস্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, জান্নাতুন বারী মানিক, হাফেজ শাহিনুর ইসলাম, হাফেজ মো. সুজন, হাফেজ শাহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ঘটনার বিস্তারিত বর্ণনা দেন ভুক্তভোগী খতিব মাওলানা রুহুল আমিন সাদী।
ঘটনাটি নিয়ে বোদা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

















