Tuesday , 14 October 2025 | [bangla_date]

পঞ্চগড়ে শিক্ষিকার বদলির প্রতিবাদে পঞ্চম দিনেও শিক্ষার্থীদের অনশন

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক সহকারী শিক্ষিকার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পঞ্চম দিনেও ক্লাস বর্জন ও অনশন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) মির্জাপুর ইউনিয়নের ৪৫ নং জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। তারা বলেন, সহকারী শিক্ষিকা পপি আক্তারের বদলির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। জানা যায়, গত ৮ অক্টোবর পপি আক্তারকে পঞ্চগড় সদরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় প্রতিষ্ঠানটিতে ৬ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৩ জন। শিক্ষার্থীরা বলেন, স্কুলে পপি ম্যাম না থাকলে আমাদের পড়াশোনা হবেনা। ম্যাম আমাদের স্কুল শুরুর আগে এবং স্কুল ছুটির পরেও বিনা টাকায় প্রাইভেট পড়ান। স্কাউটিংয়ের ক্ষেত্রেও তাঁর অবদান অসামান্য – তাঁর কারণেই আমরা স্কাউটিং শিখেছি এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পুরস্কার পেয়েছি। অভিভাবক সালাম বলেন, পপি একজন শিক্ষার্থী-বান্ধব ও দায়িত্বশীল শিক্ষিকা। তিনি নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের দেখভাল করেন। প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি অনিল চন্দ্র পাল বলেন, তার বদলিতে আমরাও দুঃখ পেয়েছি। তাকে জানুয়ারীতে বদলী করলে আমাদের আপত্তি থাকত না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। আমাদের বাচ্চাগুলো ভেংগে পড়েছে।
প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম বলেন, পপি আক্তারের বদলির কারণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, যার ফলস্বরূপ তারা এই অনশন করছে। এবিষয়ে আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মাসুদ বলেন, এটা সরকারী আদেশ। আপিল করার সুযোগ আছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার বলেন, ওই শিক্ষিকাকে যেহেতু বদলি করেছি। উনি আর সেখানে যেতে চায় না৷ যেতে চাইলে উনি নিজে আবেদন না করলে প্রশাসনিক কারণে বদলী করা হয়েছে৷ সেচ্ছায় সেখানে দিব না। উনি যদি চায় তাহলে দিতাম (সাময়িক ৩ মাসের জন্য)।

প্রেরকঃ
মোঃ আব্দুর রহমান

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জিয়া হার্ট ফাউন্ডেশনে সংবর্ধনা সভায় জেলা প্রশাসক মানবসেবা কাজের প্রতি যে আনন্দ শক্তি কাজ করে সেটা হচ্ছে মানুষের মানবতাবোধ

রাণীশংকৈলের আলু রপ্তানি হচ্ছে বিদেশে

পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে পরীক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ে ‘বাউ’ মুরগি পালন করে স্বাবলম্বি হচ্ছে খামারিরা

শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ’র মৃত্যু, ট্রাক আটক

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

বোচাগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন

বোচাগঞ্জে শিশু সুমাইয়া হত্যাকান্ডে রহস্য উৎঘাটন হত্যাকন্ডে জড়িত মা ও দাদি গ্রেফতার

মেরিন একাডেমিতে ভর্তির আবেদনের  শেষ সময় ৩১ জুলাই

মেরিন একাডেমিতে ভর্তির আবেদনের শেষ সময় ৩১ জুলাই