পঞ্চগড় প্রতিনিধি
পিআর পদ্ধতি নিয়ে আমাদের দলীয় অবস্থান সঠিক। পিআর পদ্ধতির যে অভিজ্ঞতা যে দেশগুলোতে গণতন্ত্র সামনের দিকে এগুচ্ছে সেই দেশ গুলোতে পিআর পদ্ধতি ভালো অভিজ্ঞতা বয়ে আনেনি। এখনও স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি এমন দেশগুলোতে পিআর পদ্ধতি টেকেনি। আমাদের পাশ্ববর্তি দেশ নেপাল একটা বড় উদাহরণ। পিআর পদ্ধতির জন্য নেপালে কয়েক বছরের মধ্যে ৯ বার সরকার পরিবর্তন হয়েছে। একটা সরকারের সঠিক ভাবে স্থায়িত্ব ছিল না। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচিতে অংশ নিয়ে পঞ্চগড় শহরের ইসলামবাগ এলাকায় এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
তিনি গণসংযোগের সময় বলেন, গত ১৯ বছর আমরা মানুষের কাছাকাছি আসতে পারিনি। সাধারণ মানুষের সাথে কথা বলতে পারিনি। ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করছি। তাদের সঙ্গে কথা বলছি। আমরা অনেক সাড়া পাচ্ছি। মানুষের সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে পারছি।
এ সময় জেলা বিএনপির যুগ্ন আহŸায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রোববার সকালে পঞ্চগড় পৌরসভার জালাসী মোড় থেকে ‘ঘরে ঘরে জনে’ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে বিএনপির ৩১ দফা কর্মসূচী এবং রাস্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে বিএনপির প্রতিশ্রæতি বাস্তবায়ন সম্পর্কে ধারনা দেয়া হচ্ছে। এই কর্মসূচি বাস্তাবায়ন করতে ১৯টি টিম গঠন করা হয়েছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত এই কর্মসূিচ অব্যাহত থাকবে।
এদিকে পঞ্চগড়ে বায়ু দূষন সমস্যা সমাধানে স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসককে পরিকল্পনা দিয়েছেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর হাতে ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে স্মারকলিপি তুলে দেন ব্যারিস্টার নওফেল জমির। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক এম এ মজিদ, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মাহফুজার রহমান বাবু, পঞ্চগড় পৌর বিএনপি’র সদস্য সামসুজ্জামান বিপ্লব, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক সহ জেলা থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিল। #