পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার উত্তর বীরহলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল আহমেদ উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ পিয়াস বৈদ্য, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুলতান আল রাজি, স্বাস্থ্য পরিদর্শক সাহারা বানু, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই সদস্যগণ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
একমাস ব্যাপী টিকাদান ক্যাম্পে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টিকা প্রদান করা হবে।