পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
জনমত উপেক্ষা করে দেশের কৌশলগত স্থাপনা চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টি পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম। এতে বক্তব্য দেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার, পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহাজান আলম, সাধারণ সম্পাদক মতুর্জা আলম, উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রফিকুল ইসলাম, কমরেড মফিজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও সার্বভৌমত্বের প্রতীক। এটিকে বিদেশী স্বার্থে ইজারা দেওয়ার যেকোনো উদ্যোগ জাতীয় স্বার্থবিরোধী।
তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
নেতারা অবিলম্বে এ ইজারা প্রক্রিয়া বাতিলের দাবি জানান এবং দেশের জনগণের মতামত উপেক্ষা করে নেওয়া সব গোপন চুক্তি প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাসী আগ্রাসন, দুর্নীতি ও বিদেশ নির্ভর নীতির বিরুদ্ধে দেশজুড়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

















