পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” বিষয়কে সামনে রেখে ঠাকুর গায়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি রেলি বের হয়। রেলি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহমেদ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মুন্নি আক্তার, গ্রাম আদালতের সমন্বয়ক অগ্নি, ঊষা মহিলা সমিতির সভানেত্রী ফেরদৌসী বেগম, ল্যাম্পপোস্টের শিমুসহ অনেকেই। আলোচনা শেষে ৮টি মহিলা সমিতির মাঝে চেক বিতরণ করা হয়।