পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৭৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলাউদ্দিন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়. পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, কৃষকদের বসতবাড়িতে শীতকালীন শাকসবজি চাষ এবং মাঠে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়। সরকারের এ প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও সবজি চাষে আগ্রহী করে তুলবে।

















