বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল ও জিয়া হার্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষ্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল ও জিয়া হার্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও কাটে না। সবার হাতেই স্মার্টফোন রয়েছে। অনেক বাবা-মা সন্তানের হাতেও তুলে দিচ্ছেন এই স্মার্টফোন। মোবাইল আসক্তির কারণে শিশুরা চক্ষুসহ নানা রোগের শিকার হচ্ছে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে শিশুদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাধা পাচ্ছে মানসিক বিকাশ। সেই সঙ্গে ফাস্ট ফুড, ভেজালযুক্ত খাবারও শিশুদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে। ফলে তারা মননে না বেড়ে শারীরিকভাবে স্থূল হয়ে উঠছে। মোবাইলে গেইম ও সহিংস কার্টুন দেখে দেখে শিশুরা সহিংস আচরণ শিখছে। তবে শিশুর মানসিক, শারীরিক বিকাশ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে মোবাইল আসক্তি। এ ক্ষেত্রে মা-বাবাকে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে। সন্তানকে কতটা সময় এ ধরনের ডিভাইস ব্যবহার করতে দিবেন কি-না? তা ঠিক করে দেওয়া খুব জরুরি। সন্তান বায়না করলেও এর বিকল্প কোনো ব্যবস্থা খুঁজে বের করতে হবে তাঁদেরই। শিশুদের সঙ্গে খেলাধুলা, বাইরে সময় কাটানো, গল্প করার অভ্যাস বাড়াতে হবে।
চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগম-এর সভাপতিত্বে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাওসুল আযম বিএনএসবি আই হস্পিটাল দিনাজপুর-এর সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা, ডা. জিয়াউল হক জিয়া, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সিনিয়র এন্ড চিফ কনসালটেন্ট ডা. মো. ইলিয়াস আলী খান এডিন।
সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র রায় এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু)। এ সময় উপস্থিত ছিলেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর এসিসটেন্ট আউটরিচ অফিসার মো. হামিদুর রহমান, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ম্যানেজার এএসএম আক্তার শামীম প্রমুখ।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল ও জিয়া হার্ট ফাউন্ডেশন এর সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিদ্যালয়ের ৩২০ জন ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবকদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র বিনা মূল্যে ঔষধ/চশমা এবং রেফার্ডকৃত ছাত্র/ছাত্রীদের পরবর্তীতে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হবে। এছাড়াও সন্ধানী দিনাজপুর মেডিক্যাল কলেজ শাখার উদ্যোগে ছাত্র/ছাত্রীদের বøাড গ্রæপ পরীক্ষা করা হয়।