আগামী ১৬ হতে ইতিহাস, ঐতিহ্য, গবেষণা, প্রতœতত্ত্ব বিষযক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ন-ইঝঝঈজ এর ৪র্থ কনফারেন্স অনুষ্ঠিত হবে। কুমিল্লার শালবন বিহার প্রাঙ্গনসহ আসেপাশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই কনফারেন্সে দেশ-বিদেশের বিপুল সংখ্যক গবেষক, লেখক, সাংবাদিক ও শিক্ষক উপস্থিত থাকবেন। বৃহত্তর দিনাজপুর জেলা হতে প্রায ৪০জন শিক্ষক, সাংবাদিক, লেখক, গবেষক ও কবি এই কনফারেন্সে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। বৃহত্তর দিনাজপুরের সম্ভাব্য অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য কয়েকজন হলেন দৈনিক উত্তর বাংলা সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক জিনাত রহমান, গবেষক ও সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগীয প্রধান আলী ছায়েদ, মুক্তিযুদ্ধ বিষযক গবেষক ও দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, রোটারিযান আব্দুস সালাম তুহিন, কবি অদিতি রায,কবি জেসমিন আরা বেগম, কবি লুৎফর রহমান, কবি মেহনাজ পারভীন, কবি পপি হাজদাক, কবি বিধান দত্ত, প্রভাষক গোলাম রাব্বানী মিযা, কবি রুবি আফরোজ, কবি পুষ্পিতা রায, রোকসানা পারভীন, প্রভাষক রবিউল আউযাল রবি, ঠাকুরগাঁওয়ের গবেষক ফারজানা হক, সাংবাদিক ফিরোজ আমিন প্রমুখ। এই কনফারেন্সে আজহারুল আজাদ জুয়েল, জিনাত রহমান, আলী ছায়েদ, মেহনাজ পারভীন, অদিতি রায, ফারজানা হক সহ বৃহত্তর দিনাজপুরের কযকেজন লেখক, গবেষক বিভিন্ন বিষয ভিত্তিক গবেষণা পেপারস উপস্থাপন করবেন।
বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ন- ইঝঝঈজ মহাসচিব অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান লীনা জানিয়েছেন তিনদিন ব্যাপী কনফারেন্স এর কর্মকান্ড শুরু হবে কুমিল্লার ঐতিহাসিক নিদর্শন সমূহ দর্শন করার মধ্য দিয়ে ১৬ অক্টোবর বিকাল সারে ৩টায। ১৭ ও ১৮ অক্টোবর গবেষকগণ তাঁদের গবেষণা পেপারস উপস্থাপন করবেন। আজহারুল আজাদ জুয়েল উপস্থাপন করবেন চধঃঁধঢ়ধৎধ: ধ ারষষধমব ড়ভ যধৎসড়হু, যবৎরঃধমব, ধহফ যরংঃড়ৎরপধষ রফবহঃরঃু রহ উরহধলঢ়ঁৎ ফরংঃৎরপঃ শীর্ষক গবেষণা প্রবন্ধ।
বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ন- ইঝঝঈজ ৪র্থ কনফারেন্স এর প্রতিপাদ্য থিম ধরা হয়েছে ঝপরবহপব, ঝঢ়রৎরঃঁধষরঃু, ঝধহপঃরঃু বা বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও পবিত্রতা। কনফারেন্সে চলবে তিন দিন ১৮ অক্টোবর পর্যন্ত।