Tuesday , 7 October 2025 | [bangla_date]

বিরলে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধনে হামলায় প্যানেল চেয়ারম্যান ও তার লোকজনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তার লোকজন কর্তৃক হামলা ও মারপিটের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন বিরল উপজেলার পলাশবাড়ী এলাকার আরশাদ হোসেন। এ সময় স্বপন আলী, আলী নূর, ফজলে রাব্বী, রনি, রবিউল ইসলাম, সিয়াম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আরশাদ হোসেন বলেন, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল হোসেন দায়িত্ব পালন করাকালে বিভিন্ন অনিয়ম করেছেন। এ ব্যাপারে এলাকাবাসী মানববন্ধন করেছিল এবং তাকে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি মহামান্য হাইকোর্টের মাধ্যমে আবারও উক্ত পদে যোগদান করে এবং যারা তার বিরুদ্ধে মানববন্ধন করেছিল তাদেরকে চিহ্নিত করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করে এবং পুনরায় বিভিন্ন অনিয়ম কার্যক্রম শুরু করে। এ বিষয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার সচেতন লোকজন পুনরায় প্যানেল চেয়ারম্যান থেকে পদত্যাগ বা বহিস্কার করার জন্য মানববন্ধনের কাজ শুরু বা পরিকল্পনা করলে তারা বুঝতে পেরে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ খুন ও গুমের হুমকী প্রদান করে। গত ৫ অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে পলাশবাড়ী ইউনিয়নের সারাঙ্গাই এলাকায় মিছিল করতে যাওয়ার জন্য হ্যান্ড মাইক, ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা অবস্থায় মৃত. আনারুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (৩২), বাবুল হোসেনের ছেলে মোকলেছুর রহমান (২৯), মৃত. সাইদুল ইসলামের ছেলে মোছাদ্দে হোসেন (৪৭), মৃত. ছলেমান আলীর ছেলে রাজু ইসলাম (৩৫), মৃত. মহবুর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), মৃত. ইদ্রিস আলীর ছেলে সাঈদ ইসলাম (৪৪), সুরত আলীর ছেলে জুয়েল রানা (২৮), মৃত. এমাজ উদ্দিনের ছেলে লতিফুর রহমান (৪২), আল আমিন (২৮) সহ ৪০-৪৫ জন একই উদ্দেশ্যে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে লোহার রড, ধারালো হাসুয়া, চাকু, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে প্যানেল চেয়ারম্যান জামাল হোসেনের হুকুমে মিছিলে বা মানববন্ধনে অংশগ্রহনকারী লোকজনকে এলোপাথারীরভাবে কিল, ঘুষি, মারপিট করে বুকে, পিঠে, হাত, পা, মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় চিৎকার চেচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়।এই ঘটনায় আসামীদের আদালতের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে কৃষক হত্যা দিবস পালিত

কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাকদক আমিনুল

অশ্রুসিক্ত ভালোবাসায় সহকারী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

সকলপ্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে কুপ্রস্তাব ও হয়রানির শিকার এক মহিলার অভিযোগ

হাকিমপুরে চালকলের গুদাম থেকে সাড়ে ৫ টন চাল জ’ব্দ

পঞ্চগড়ে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পঞ্চগড়ে চিকিৎসক সংকটে নিজেই সিজারিয়ান অপারেশন করছেন সিভিল সার্জন

বীরগঞ্জে লা-শ নিয়ে মহাসড়ক অবরোধ, হ-ত্যাকারীদের শা-স্তি দাবি