Thursday , 16 October 2025 | [bangla_date]

বীরগঞ্জের কবিরাজ হাট কলেজের ১টিও শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজ থেকে কেউ পাস করেনি। উক্ত ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাট কলেজের নাম রয়েছে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, কবিরাজ হাট কলেজের অংশ নেওয়া ১০জন পরীক্ষর্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১সালে কলেজটি স্থাপিত হয়। ২০২৩সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে কলেজে ১১জন শিক্ষক এবং ৭জন কর্মচারী কর্মরত আছেন। গত বছর এক কলেজ থেকে ১৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৯জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। তবে এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১০জন শিক্ষার্থীর কেউ পাশ করেনি।
এ ব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ হিমাদ্রি রায় জানান, কলেজটির অবস্থান প্রত্যন্ত অঞ্চলে এবং এই এলাকার বেশির ভাগ মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে। ফলে সংসারে আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে বেশির ভাগে শিক্ষার্থীকে পরিবারের সাথে কাজে যেতে হয়। এ কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না। পাশাপাশি এ বছর দেশের রাজনৈতিক ও কলেজের বিভিন্ন সংকটের কারণে কাক্সিখত ফলাফলে অর্জনে আমাদের চেষ্টা ব্যর্থ রয়েছে। সদ্য একাডেকিম স্বীকৃতিপ্রাপ্ত কলেজটি এখনো এমপিও ভূক্ত হয়নি। ফলে কলেজের আর্থিক এবং কক্ষ ও আসবাবপত্র সংকট শিক্ষাদানে প্রভাব ফেলেছে। সংকট কাটিয়ে উঠতে আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ নিয়েছি। যাতে করে কলেজটি তার গৌরব ফিরে পায়।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জুলফিকার আলী শাহ্ সত্যতা নিশ্চিত করে জানান, নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কবিরাজহাট কলেজে ১০ জন শিক্ষার্থীদের একজনও পাস করতে পারেনি বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিমুল্লাহ-তানভীর

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের অপ্রচলিত কৃষি পন্য প্রক্রিয়াজাতকরণ প্রদর্শন মেলা

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশ ইন করেছে বিএসএফ

অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে কলাচাষীরা

প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি ঠাকুরগাঁওয়ে নির্মল কর্মকারের বিরুদ্ধে মামলা

বোচাগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ বালক ফুটবল খেলায় রনগাঁও ইউনিয়ন চ্যাম্পিয়ন

দিনাজপুরে ১০দশমিক ৯ডিগ্রি সেলসিয়াস সূর্যের দেখা মিলায় জনমনে স্বস্থি \ শীতে বেকায়দায় কৃষি শ্রমিক

গাছের প্রকৃত মালিক কে? রাণীশংকৈলে ডালপালা বিহীন গাছটি আটক করেছে ইউএনও