বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে ইএসডিও থ্রাইভ প্রকল্প ও ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
সভাপতির বক্তব্যে মোঃ আহসান হাবীব সরকার বলেন, দুর্যোগ মোকাবেলায় সকলের সম্মিলিত সচেতনতা ও প্রস্তুতি প্রয়োজন। ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধি পেলেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, দুর্যোগ আসার আগে প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সচেতনতা ও আগাম প্রস্তুতিই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে। দুর্যোগ পরবর্তী সময়ে শুধু সহায়তা নয়, বরং দুর্যোগের আগে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করাই সবচেয়ে কার্যকর উদ্যোগ। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে যদি দুর্যোগ মোকাবেলার সক্ষমতা, প্রশিক্ষণ ও দায়িত্ববোধ গড়ে তোলা যায়, তাহলে একটি নিরাপদ ও টেকসই সমাজ গঠন করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ।
মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোসলেম উদ্দিন মহড়ার বিভিন্ন ধাপ নিয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন। তিনি আগুন লাগলে কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে এবং কীভাবে ঘরে বসেই অগ্নি নির্বাপন করা যায় সে বিষয়ে সুন্দর ভাবে বুঝিয়ে দেন উপস্থিত সবাইকে বাস্তব চিত্রের মাধ্যমে প্রদর্শন করেন।
দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।