Tuesday , 21 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এর ছেলে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বীরগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ কলেজ গেটের পাশে শান্তি হোটেল সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব মো. আবু সাঈদ সঞ্চালনায়, আহবায়ক মো. রেজাউল করিম মনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের ক্রীড়া মানেই মাদকমুক্ত সমাজ। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি এক ধরনের সামাজিক আন্দোলন, যা তরুণ প্রজন্মকে সুশৃক্সখল, পরিশ্রমী ও দেশপ্রেমিক করে গড়ে তোলে। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হবে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে। আরাফাত রহমান কোকো ছিলেন একজন প্রকৃত ক্রীড়ানুরাগী, যিনি দেশের তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে চেয়েছিলেন। তাঁর আদর্শ ও অনুপ্রেরণায় আজও আমরা খেলাধুলাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হচ্ছি। আমি আশা করি, বীরগঞ্জ উপজেলার এই ক্রীড়া সংসদ তরুণদের নিয়ে মাঠে-ময়দানে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। খেলাধুলার মাধ্যমে যেমন শরীর ও মন সুস্থ থাকে, তেমনি সমাজ থেকেও অপরাধ, মাদক ও অরাজকতা দূর হয়। তাই খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন,আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সবসময় গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে লড়াই করছে। এই দেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। তরুণ প্রজন্মকে এই আন্দোলনে অংশ নিতে হবে, কারণ তারাই দেশের ভবিষ্যৎ। আমরা চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে জনগণ নিজের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারবে। সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. ইব্রাহীম আলী,
উপজেলা স্বােচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুউদ্দৌলা খান বাবু,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল জব্বার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা স্বোচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল হাসান। সভায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বীরগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানান এবং ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের বিদায় সংবর্ধনা

কাহারোলে আইন শৃঙ্খলা কমিটির সভা

কাহারোলে আইন শৃঙ্খলা কমিটির সভা

আওয়ামীলীগের শান্তি সমাবেশে হুইপ ইকবালুর রহিম বিএনপি পদযাত্রার নামে হামলা ও সন্ত্রাস সৃষ্টি করছে

খানসামায় ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের দুগ্ধ ক্রয় কেন্দ্র উদ্বোধন

আগামী রবি ও বুধবার ব্যাংক বন্ধ

১৫তম বর্ষে পদার্পনে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান দেলওয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিন আগামীতেও দেশের এবং দেশের মানুষের কথা বলবে

দিনাজপুরে টিসিভি টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দিনাজপুরে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে চক্ষু ক্যাম্প

আটোয়ারীতে ২৬টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত