বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দিনাজপুর জেলার ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ অক্টোবর) শনিবার সকাল ১১ টায় বীরগঞ্জ শালবন মিলনায়তনে
দিনাজপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: নুর আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ ব্যবসায়ী আব্দুল খালেক, শফিকুল ইসলাম, কাশেম আলী, মোঃ মহবুল।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,“খুচরা সার বিক্রেতারা কৃষি উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। কৃষকের হাতে সার পৌঁছে দিতে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। সার ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেকের স্বোচ্ছতা, দায়িত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে এ খাতকে আরও শক্তিশালী করতে হবে। সরকার কৃষকবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে, আর সেই প্রচেষ্টাকে সফল করতে খুচরা সার বিক্রেতাদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন,“দিনাজপুর জেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপ এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগের মাধ্যমে সার বিক্রেতারা তাদের সমস্যা ও দাবি প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন এবং ভবিষ্যতে আরও সুষ্ঠু ও ন্যায্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে বলে আমি আশা করি।”


















