বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা জাপার অস্থায়ী কার্যালয়ে ২৩ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা দিবস/২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ক্বারী মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্ব করেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সদস্য ও বীরগঞ্জ উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম।
এসময় বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব ঢালি, কাহারোল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মনির হোসেন খান, ১১ নং মরিচা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ৫ নং সুজালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাসেল ইসলাম আবির, গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি আবু বক্কর, ৩ নং শতগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান, ৯ নং সাতোর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মানু, ৪নং পাল্টাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাবু লক্ষণ চন্দ্র সেন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ২নং পলাশবাড়ী ইউনিয়ন জাপানেতা আবু তাহের, পৌর জাপার সদস্য সচিব আব্দুল মান্নান, ইয়াসিন আলী এবং আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রনেতা নিহাল হোসেন লিওন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তাগণ পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর উপজেলা দিবসের আলোচনায় পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতি বাস্তবায়নের জোর দাবি জানান। বক্তাগণ প্রয়াত নেতা এরশাদের রুহের মাগফেরাত কামনা করে উপজেলা সৃষ্টির উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন। বক্তারা আরো বলেন, ১৯৮৪ সালের উপজেলা আইন পুনরায় বাস্তবায়ন করতে হবে। দুই নেত্রীর হাত থেকে দেশ বাঁচাতে জাতীয় পার্টির বিকল্প নেই। ক্ষমতাসীন সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন করতে পারেনি। তাই জনগণ পরিবর্তন চায়। পরিশেষে
আগামী দিনে মাননীয় চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি কে শক্তিশালী করবার জন্য বক্তাগণ আহ্বান জানান।