Sunday , 12 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় মোছা: জান্নাতুন (৫০) নামের এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইক চালকসহ আহত হয়েছে আরও দুই জন।

রবিবার (১২ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পীরগঞ্জ -বীরগঞ্জ আঞ্চলিক সড়কের বর্ষা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোছা: জান্নাতুন চিরিবন্দর উপজেলার রামডুবি এলাকার শাহিনুর রহমানের স্ত্রী। তিনি সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের আজিজের বাড়ীতে তালিম দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মদনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে এরশাদ (১৬), এবং তার স্ত্রী মোছা: হালিমা (৪৫)। আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,আব্দুল আজিজের ছেলে মোটরসাইকেল চালিয়ে
রবিবার সন্ধ্যায় উপজেলার পীরগঞ্জ -বীরগঞ্জ সড়কের বর্ষা এলাকায় পৌছালে এসময় পীরগঞ্জ থেকে দ্রুত গতিতে আসা (ঢাকা মেট্রো ট ২৪-০৬০৪) ধানবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে চালক এরশাদ ছিটকে সড়কের পড়ে যায়। আর মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে জান্নাতুন ঘটনাস্থালে নিহত হয়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় এরশাদ ও তার মা হালিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে থানা হেফাজতে নেয়। আর নিহতের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত