বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপু)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পৌরশহরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পৌর শহরের বিভিন্ন সড়ক, দোকান, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে নেতাকর্মীরা জনগণের হাতে লিফলেট তুলে দেওয়ার মধ্যদিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর-১(বীরগঞ্জ–কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ মনজুরুল ইসলাম এ কর্মসূচির নেতৃত্ব দেন। এসময় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


















