হিলি প্রতিনিধি\কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। সেই সঙ্গে দুই দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পণ্য খালাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দরের গিয়ে দেখা গেছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত পণ্যবাহী ট্রাকগুলো। যার মধ্যে অধিকাংশই চাল বোঝাই ট্রাক। এসব ট্রাক থেকে পণ্য খালাস করতে অপেক্ষায় বন্দরের শত শত শ্রমিকরা। তবে বৃষ্টির কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে পণ্য খালাস কার্যক্রম।
হিলি পানামা পোর্টের শ্রমিক আবু রায়হান বলেন, দুর্গাপূজার ৬দিন ছুটির পর শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করতে পারিনি। সকাল থেকে বিকাল পর্যন্ত বন্দরে অপেক্ষায় ছিলাম, সর্বশেষ খালি হাতে বাড়িতে ফিরতে হয়েছে।
বন্দরের আরেক শ্রমিক হাসান আলী বলেন,শনিবার দুপুর পর্যন্ত অপেক্ষা থাকার পর পানামা পোর্টের ওয়্যারহাউজের শেডে কাঁচা মরিচের একটি ট্রাক আমরা কয়েকজন মিলে খালাস করি। সেখান থেকে ১২০ টাকা পাই, তা নিয়েই বাসায় ফিরি। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষায় আছি এখন পর্যন্ত কোনও কাজ শুরু হয়নি। বৃষ্টি হচ্ছে, থামলে হয়তো শুরু হবে সে অপেক্ষায় আছি।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিতকুমার স্যানাল বলেন, হিলি পানামা পোর্টে অভ্যন্তরে ১৬টি শেড আছে একইসঙ্গে ১৬টি ট্রাক লোড ডাউনলোড করা যাবে।
বন্দরে পণ্য খালাস কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দুর্গাপূজার টানা ছুটির পর শনিবার থেকে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে শনিবার সাধারণত পণ্য খালাস কম হয়ে থাকে, এর মধ্যে বৃষ্টি হচ্ছে যার এ কারণেও পণ্য খালাস কম হচ্ছে। তাছাডা বন্দরে খালাসের অপেক্ষায় ৩৩৪টি ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে।