বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্রে র্দীঘদিন থেকে সরকারি ঔষধ সরবরাহ বন্ধ থাকায় অত্র ইউনিয়নের জনসাধারনের স্বাস্থ্যসেবার বিঘœ ঘটছে। এই সংবাদ জানার পর নাফানগর ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেয়াজ পারভেজ সাহান তার নিজ অর্থায়নে ১ মাসের জরুরী প্রয়োজনীয় ঔষধ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রদান করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ মারুফ হাসান। আরো উপস্থিত ছিলেন নাফানগর ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেয়াজ পারভেজ সাহান, দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের ডিডি এটিএম নজমুল ইসলাম, এডিডি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা পঃপঃ কর্মকর্তা এ এল এম মামুনুর রশিদ, পরিদর্শক মোঃ এরশাদ আলী, সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন, ফরিদ আহমেদ প্রমুখ।