বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবীতে সংবাদ সম্মেলন করেছে।
১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রæতি অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন ভাতা দিতে হবে। একজন শিক্ষক তার প্রতিমাসে চিকিৎসা ভাতা পেয়ে থাকেন মাত্র ৫শত টাকা যা লজ্জা জনক। বাড়ী ভাড়া ১ হাজার টাকা মাত্র। যেখানে একজন ডাক্তার তার ভিজিট নিয়ে থাকেন ৬ শত টাকা। বাড়ীর বিদ্যুৎ বিল দিতে হয় ১৫শত টাকা সেখানে সরকার বাড়ী ভাড়া দিচ্ছে ১ হাজার টাকা। এই বৈষম্য দুর করতে হবে। শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হলেও শিক্ষকরা আজ তাদের অধিকার বঞ্চিত রাজপথে। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মোঃ মাসুদুর রহমান মাসুদ, মোঃ মোমিনুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম,মোঃ আতিকুর রহমান, মোঃ আফছার আলী চৌধুরী, সুনিল চন্দ্র দেবসর্মা, মোঃ ফয়জুল ইসলাম, হিরা লাল রায়, মাদ্রসা শিক্ষক নেতা, মোঃ আসগর আলী প্রমুখ।