বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা\
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের সেনিহারী কহতা গোরস্থান থেকে কঙ্কাল চুরির গুঞ্জনকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হওয়ার পর ঘটনা স্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী অফিসার ও বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
জানা গেছে, গত (১৭ অক্টোবর) শুক্রবার দুপুর থেকে সেনিহারী কহতা গোরস্থানের কয়েকটি কবর খোঁড়া হয়েছে মর্মে এলাকাবাসীর মাঝে কানাঘুষা চলছে এমন সংবাদের ভিত্তিতে (১৮ অক্টোবর) শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান ও বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হাসান সরকার, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান ও এলাকাবাসী গোরস্থানে গিয়ে ৫টি কবরে ছোট ছোট গর্ত দেখতে পায়।
এ বিষয়ে ওসি হাসান জাহিদ সরকার বলেন, আমার মনে হয় এটি গুঞ্জন প্রাথমিকভাবে ধারণা করছি এটি শিয়াল বা বন্যপ্রাণীর কাজ।
এ বিষয়ে ইউএনও মারুফ হাসান জানান, সাধারণত নতুন কবরের কঙ্কাল চুরি হয়ে থাকে কিন্তু এই কবরগুলো অনেক পুরনো। কবরে যে গর্তগুলো সৃষ্টি হয়েছে তা বন্যপ্রাণীর দ্বারা হতে পারে। কঙ্কাল চুরি করার কোন আলামত পাওয়া যায়নি।