বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরশহরের জালগাঁও মোড়ে ট্রাক-অটো রিক্সার সংঘর্ষে আহত ৪ ও ১ জন নিহত হয়েছে।
শুক্রবার রাতে সেতাবগঞ্জ পৌর শহরের জালগাঁও মোড়ের স্কেল থেকে পিছন হয়ে বের হওয়ার সময় ঢাকা-মেট্রো-ট-১২-৫৮৮৫ ট্রাক একটি চলন্ত অটোরিক্সাকে ধাক্কা দিলে অটো রিক্সাটি সড়কের গাছের সাথে লেগে উন্টে যায়। এতে অটোরিক্সা চালক মোঃ একরামুল ইসলামসহ যাত্রী মোঃ তরিকুল ইসলাম ও তার স্ত্রী মোছাঃ স্মৃতি আকতার এবং কন্যা তিয়াসা (০৫) পুত্র মোস্তাহ(০১) আহত হয়। এলাকাবাসী ট্রাক ড্রাইভার মোঃ আনোয়ার হোসেনসহ ট্রাকটিকে আটক করে পুলিশে দেয়। আহতদের উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তিয়াসাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার কিছুক্ষন পর তিয়াসা মারা যায়। আহত ও নিহত সবাই বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের বাসিন্দা। এবিষয়ে গতকাল ৪ অক্টোবর শনিবার বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়ে ট্রাক ড্রাইভার আনোয়ার কে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।