বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি যায়যায়দিনের প্রতিনিধি হকিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর আলম পুলক, সি. সহ-সভাপতি আমান উল্লাহ্, সহ-সভাপতি রুবেল ইসলাম, দপ্তর সম্পাদক সাঈদী ও যুগ্ন সাধারণ সাইদুর শাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির অন্যতম সদস্য রাব্বি হাসান রাজ, শাহজাহান কবির প্রধান প্রমুখ। সভায় প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, সম্প্রতি বোদা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির ঘোষনার পর সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।