বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ হকিকুল ইসলামের হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) বসানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তাঁর এই অ্যানজিওপ্লাস্টি সার্জারি সম্পন্ন হয়। অপারেশনের পর তাঁকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রয়েছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সুস্থ আছেন ও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন।
হকিকুল ইসলাম উপজেলার সাংবাদিকতা অঙ্গনে একজন সুপরিচিত ও গুণী ব্যক্তিত্ব। তাঁর আকস্মিক স্বাস্থ্যজনিত সমস্যার খবরে স্থানীয় সাংবাদিক সমাজ ও গণমাধ্যমকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে মোঃ জুবায়ের রহমান সকলের কাছে তাঁর আব্বুর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।