বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ জাহাঙ্গীরের খুটির জোর কোথায়? তা বোচাগঞ্জবাসী জান্তে চায়।
এই ফ্যাসিস্ট মাসুদ জাহাঙ্গীর সেতাবগঞ্জ পৌর শহরের সিনেমা হল রোডে দীর্ঘদিন যাবৎ সরকারী জমি অবৈধ ভাবে দখল করে ব্যাবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুললেও সরকারী জমি উদ্ধারে এখন পর্যন্ত প্রশাসনকে কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
অনুসন্ধ্যানে জানাগেছে, বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট মৌজার ৭৩নং খতিয়ান ভুক্ত ২২৩ নং দাগে ফাগু মিস্ত্রির রেকর্ডীয় অর্পিত ২ (দুই) শতক ও সুধীর কুমার মিত্রের নামে রেকডীয় অর্পিত ১৬.৫ শতক সরকারি খাস জমি সে অবৈধ ভাবে দখল করে সেখানে গোডাউন ঘর এবং একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
উল্লেখ থাকে যে, ১৯৯৫ সালে তৎকালীন থানা নির্বাহী অফিসার মোঃ ফজলুল হক এই সরকারী জমি উদ্ধার করতে চেয়েছিলেন। সেই মোতাবেক তিনি ১৯৯৫ সালেই বে-দখল হওয়া সরকারী জমি উদ্ধার করতেও গিয়েছিলেন, কিন্তু মাসুদ জাহাঙ্গীর তার সন্ত্রাসী বাহিনী ও তার পরিবারের মহিলাদের লেলিয়ে দিয়ে জমি উদ্ধারে চরম বাধাঁ প্রদানের পাশাপাশি সরকারী কর্মচারীদের মারধোর ও লাঞ্চিত করে। সে সময় তৎকালীন থানা নির্বাহী অফিসার মোঃ ফজলুল হক সরকারী কাজে বাধাঁ প্রদানের অভিযোগে মাসুদ জাহাঙ্গীরসহ তার পরিবারের ৬জনের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
একদিকে সে পতিত আওয়ামী সরকারের পৌর কমিটির একজন ১ম সারীর নেতা, অন্য দিকে সে একজন অবৈধ দখলদার ও আইন লঙঘনকারী ব্যাক্তি তার পরও প্রশাসন কি কারণে সরকারী জমি উদ্ধার কিংবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছে না তা নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সাথে কথা হলে তিনি জানান, অর্পিত সম্পত্তিটি অবৈধভাবে দখল করার বিষটি তিনি অবগত হয়েছেন, ভুমি ব্যবস্খাপনায় ”ক” তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি লিজ বহির্ভুতভাবে দখল করার কোন সুয়োগ নেই। তাই অপির্ত সম্পত্তির নথি যাচাই করে প্রয়োজনীয় কার্যক্রম তথা প্রয়োজনে উচ্ছেদ মুলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে প্রকৃত ভূমিহীনরা প্রত্যাশা করছে অচিরেই উপজেলা নির্বাহী অফিসার এই সরকারী জমিটি দখল মুক্ত করে বোচাগঞ্জে দৃষ্টান্ত স্থাপন করবেন।