রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) পরিষদ চত্বরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়।
দিবসটি পালন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসের নেতৃত্বে অগ্নিকান্ড,ভূমিকম্প বিষয়ক এক প্রদর্শনী মহড়া প্রদর্শিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াত নায়েবে আমির মিজানুল রহমান, সেকেটারী রজব আলী, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, গনঅধিকার কেন্দ্র কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোনায়েম হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কালাম,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,মহিলা দলের আহবায়ক মনিরা বিশ^াস,ইএসডিও ফজলুল করিম,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।