রাণীংশকৈল (ঠাকুরগাঁও )প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে বাকসা সুন্দরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শাহাজামাল (৬০) নামে এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজামাল ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে শাহাজামাল অটোভ্যানটি চার্জে দেন। সোমবার সকালে চার্জার খুলে অন্য একটি রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।