রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় ১৫ অক্টোবর বৃহস্পতিবার কেন্দ্রীয় হাই স্কুল মাঠ বেসরকারি শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০ শতাংশ বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন।
শিক্ষক-কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ গেটে গিয়ে অবস্থান নেন। সেনাবাহিনী সেখানে অবস্থান কর্মসূচিতে বাধা দিলে তাঁরা সড়কের পাশে দাঁড়িয়ে সমাবেশ চালিয়ে যান।
সমাবেশে বক্তব্য দেন বাসিস আহ্বায়ক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, শিক্ষক নেতা বাবর আলী, অধ্যক্ষ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক জুলফিকার আলী, বাসিস নেতা মো. মোশারফ হোসেন ও ফেরদৌস আলম মানিক প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি শিক্ষক-কর্মচারীরা যেসব সুবিধা পান, তা থেকে বেসরকারি শিক্ষকরা অনেকটাই বঞ্চিত। জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। ২০ শতাংশ বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির আহ্ববান জানান। এবং দাবি না মানা হলে এক দফা কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
এসময় শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।