বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল করার লক্ষ্যে এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল করার লক্ষ্যে এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় দিনাজপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান এ কে এম আজাদ, এডহক কমিটির সদস্য মো. খালেকুজ্জামান বাবু, আফতাব উদ্দীন মোল্লা, মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মো. আরিফ রেজা প্রমুখ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির সভার পূর্বে দিনাজপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট প্রাঙ্গণ পরিদর্শন ও যুব রেডক্রিসেন্ট সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রেডক্রিসেন্ট সদস্য ও জিয়া হার্ট ফাউন্ডেশন-এর পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. ফজলুল করিম, হিসাব রক্ষক মো. আমজাদ হোসেন, যুব রেডক্রিসেন্ট দিনাজপুর ইউনিটের সাবেক যুব প্রধান মো. সোহেল রানা, সাবেক যুব প্রধান মো. কিবরিয়া জাহিদ, যুব রেড ক্রিসেন্ট দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান মেহেদী হাসান, উপ-যুব প্রধান মোছাঃ মরিয়ম আক্তারসহ যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।