দিনাজপুর লায়ন্স ক্লাবের অক্টোবর সেবাপক্ষ কর্মসূচীর অংশ হিসেবে লায়ন্স ক্লাবের আয়োজনে ১২ অক্টোবর রবিবার সকাল ১০টায় দিনাজপুর লায়ন্স ক্লাবের শিশু নিকেতনের কার্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
উক্ত কর্মসূচীর উদ্বোধণ করেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন ও সেক্রেটারী লায়ন মো. মোকাররম হোসেন (জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান )।
চক্ষু সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ টি জামান ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আনসার আলী।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লবের ট্রেজারার লায়ন মঞ্জুর এ রাব্বি ,থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. শাহ আলম, ডিরেক্টর মোঃ সাইদুর রহমান, লায়ন্স ক্লাবের এ.ও মোঃ আব্দুস সবুর সরকার , অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।